Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা ভূমি অফিস

বকশীগঞ্জ, জামালপুর

 

* মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবরে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

 

আবেদন ফম ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.minland.gov.bd) সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (UISC) থেকে সংগ্রহ করা যাবে।

 

* মিউটেশনের আবেদনের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হবেঃ

 

(১)        ক্রয়ের সূত্রে ক্রয়ের মূল দলিলের সার্টিফাইড কপি/ফটোকপি ও প্রয়োজনীয় ভায়া দলিলের সার্টিফাইড কপি/ফটোকপি।

(২)        মৃত্যুর সূত্রে ওয়ারিশ সনদপত্র (অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত)

(৩)        হেবাদানের সূত্রে হেবা দলিলের কপি

(৪)        সংশিস্নষ্ট খতিয়ানের সার্টিফাইড কপি/ফটোকপি।

(৫)        ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা।

(৬)        আবেদনকারী/প্রতিনিধির ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।

 

*        মিউটেশন বাবদ খরচঃ ২৫০/-টাকা।

 

(আবেদন কোর্ট ফি ৫/- টাকা, নোটিশ জারী ফি ২/- টাকা, রেকর্ড সংশোধন ফি ২০০/- টাকা, ও মিউটেশন খতিয়ান ফি ৪৩/- টাকা)

 

*        মিউটেশন কার্যক্রম নিষ্পত্তির সময়  ও অন্যান্য বিষয়ঃ

 

(১)        মালিকানার বিষয়ে বিতর্ক না থাকলে আবেদনের তারিখে থেকে সর্বোচ্চ ২৮ (আটাশ) কার্যদিবসের মধ্যে মিউটেশন কার্যক্রম সমাপ্ত করা হবে।

(২)        আবেদনকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে প্রয়োজনীয় রেকর্ড দেখাতে হবে এবং নির্ধারিত তারিখ ও সময়ে মূল কাগজপত্রসহ উপজেলা ভূমি অফিসে শুনানীতে উপস্থিত হতে হবে।

(৩)        আবেদনকারীকে স্বয়ং আবেদন করতে হবে। কোন যৌক্তিক কারনে সমর্থ না থাকলে পত্রের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি প্রেরণ করতে হবে।

(৪)        দালাল বা টাউটের মাধ্যমে দাখিলকৃত আবেদন বাতিল করা হবে।

     

   নামজারি ও জমাখারিজ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রঃ

  1. মালিকানা দলিলের ফটোকপি
  2.     
  3. সর্বশেষ খতিয়ান
  4.     
  5. সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান
  6.     
  7. খাজনার দাখিলা (রশিদ)
  8.     
  9. ওয়ারিশ সনদ(উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে)
  10.     
  11. আদালতের ডিক্রি(যদি থাকে)
  12.     
  13. পাসপোর্ট সাইজের ছবি, NID, নামজারির আবেদনপত্র